ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৩৫ দিনে এক লাখ ৭৩ হাজার রোহিঙ্গা নিবন্ধিত
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। ৬টি ক্যাম্পের মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) পর্যন্ত ৩৫ দিনে বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৭৩ হাজার ৭৬২ জন রোহিঙ্গার নিবন্ধন করা হয়েছে।

এর মধ্যে কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার  ৮৫৭ জন পুরুষ, ১ হাজার ৫৮৫ জন নারী মিলে ৩ হাজার ৪৪২ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ৪৫ জন পুরুষ, ৭ শত ৪১ জন নারী মিলে ১ হাজার ৫৮৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৫ শত ৩৪ জন পুরুষ, ৭ শত ৫ জন নারী মিলে ১ হাজার ২৩৯ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ১১৬ জন পুরুষ, ৬ শত ১৩ জন নারী মিলে ১ হাজার ৭২৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৫১৫ জন পুরুষ, ৬৩৬ জন নারী মিলে ২ হাজার ১৫১ জন, লেদা ক্যাম্পে ৭১৭ জন পুরুষ, ৯৬১ জন নারী মিলে ১ হাজার ৬৭৮ জন রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে মিয়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়। এই নিবন্ধন প্রক্রিয়ায় প্রথমে রোহিঙ্গাদের ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে। এতে থাকছে নাম, বাবা-মার নাম, দেশ, ধর্ম, লিঙ্গসংক্রান্ত তথ্য। এরপর তাদের ছবি ও আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বায়োমেট্রিক নিবন্ধনের কাজ করছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি।

বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/হিমেল



এই পাতার আরো খবর