ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন জর্ডানের রানি
অনলাইন ডেস্ক
জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন গেছেন জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ। আজ সকাল ১১টায় বিশেষ বিমানে রানী রানিয়া কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

জানা গেছে, রানি রানিয়া আল আব্দুল্লাহ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন এবং সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

রানির আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন জানিয়েছেন, জর্ডানের রানির কক্সবাজার আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবির পাশাপাশি সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, জর্ডানের রানি রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একই সঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর