ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অস্ত্রের যোগান দিচ্ছে ইসরায়েল
অনলাইন ডেস্ক

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অস্ত্রের যোগান দিচ্ছে ইসরায়েল। রাখাইনে মুসলমানদের বিরুদ্ধে জাতিগত হত্যাযজ্ঞ চালানোর কারণে কোনও কোনও দেশ যখন অস্ত্র সরবরাহ সীমিত করেছে, ঠিক তখনি ইসরায়েলের কাছ থেকে অস্ত্রের যোগান পাচ্ছে মিয়ানমার। ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ এমনটিই জানিয়েছে।

দৈনিক হারেৎজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে লাখ লাখ ডলারের চুক্তি সই করেছে মিয়ানমার। চুক্তির ভিত্তিতে ইসরায়েলই প্রযুক্তি ব্যবহার করে আধুনিক টহল বোট এখন মিয়ানমারে তৈরি করা হচ্ছে। এসব বোট আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। 

বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী যে হামলা শুরু করেছে তাতে ছয় হাজারের বেশি রোহিঙ্গা নিহত এবং অন্তত আট হাজার মানুষ আহত হয়েছেন। একই সময়ে হত্যা-নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলমান। সরকার রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে গণ্য করে না। তারা সব ধরনের মানবাধিকার হিসেবে বঞ্চিত রয়েছে।

বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/আরাফাত



এই পাতার আরো খবর