ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারে কানাডার বিশেষ দূত
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

মিয়ানমারের চলমান রোহিঙ্গা সংকট নিরসন ও এ ইস্যুতে চাপ প্রয়োগ করতে দেশটিতে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

এক বিবৃতিতে সোমবার সাবেক এমপি বব রেই উইলকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান ট্রুডো। এছাড়া রোহিঙ্গাদের জন্য কানাডার মানবিক সহায়তা এবার দ্বিগুণ করারও ঘোষণা দেন তিনি।রোহিঙ্গাদের জন্য তার দেশ ৯ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে। 

জানা গেছে, রোহিঙ্গাদের কিভাবে সর্বোচ্চ সহযোগিতা করা যায় রেই উইল সেই বিষয়েও ট্রুডোকে পরামর্শ দেবেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র: নতুন দেশ ডটকম।

বিডি প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৭/ ই জাহান



এই পাতার আরো খবর