ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উখিয়ায় রোহিঙ্গাবাহি নৌকাডুবি, ৬ জনের মৃতদেহ উদ্ধার
আবদুস সালাম, টেকনাফ (কক্সবাজার):
ফাইল ছবি

বঙ্গোপসাগরে আবারও নৌকাডুবির খবর পাওয়া গেছে।  এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।  এর মধ্যে আজ টেকনাফের শামলাপুর উপকূলে ৩ জন শিশু এবং উখিয়া উপজেলার জালিয়া পালং উপকূলে আরও ১ বৃদ্ধসহ মোট ৪ জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে সোমবার রাতে টেকনাফ সদরের মহেষখালীয়া পাড়া সৈকতে এক শিশু ও টেকনাফ সদর হাসপাতালে আরেক শিশুসহ ২ জনের মৃতদেহ পাওয়া যায়। এতে করে গত ১২ ঘন্টায় ৫ শিশুসহ মোট ৬ জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া যায়।  

একটি সূত্র জানিয়েছে, উখিয়া সোনার পাড়া এলাকার একটি নৌকা সোমরার রাতে মিয়ানমার উপকূল হতে ৩৫-৪০ রোহিঙ্গাকে উঠিয়ে বাংলাদেশে নিয়ে আসে। নৌকাটি রোহিঙ্গাদের টেকনাফ উপকূলের মহেষখালীয়া পাড়া সৈকতে নামিয়ে দিতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে দুর্ঘঠনায় পড়ে। এতে ১৫-২০ জন রোহিঙ্গা নারী শিশু ও পুরুষ কূলে উঠলেও অনেকে নিখোঁজ হয়ে যায়। ঘটনার একটু পরপরই ২ শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের প্রাণ ছিলো না। পরে সকালে আরো ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।   বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাস ৩ জনের মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৭/ফারজানা 

 



এই পাতার আরো খবর