ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রথম চন্দ্র অভিযানের মহাকাশচারী বোরম্যান মারা গেছেন
অনলাইন ডেস্ক
ফ্রাঙ্ক বোরম্যান

১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মিশনে নেতৃত্ব দানকারী নাসার নভোচারী ফ্রাঙ্ক বোরম্যান ৯৫ বছর বয়সে মারা গেছেন। তিনি গত ৭ নভেম্বর মন্টানার বিলিংসে মারা যান।

নাসার প্রশাসক বিল নেলসন এক বিবৃতিতে বলেন, ‘আজ আমরা নাসার অন্যতম সেরা একজনকে স্মরণ করছি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, বিমান চালনা এবং অন্বেষণের প্রতি তার আজীবন ভালবাসা কেবল স্ত্রী সুসানের প্রতি তার ভালবাসার অতিক্রম করেছিল।

ফ্রাঙ্ক বোরম্যান ১৯২৮ সালের ১৪ ই মার্চ ইন্ডিয়ানার গ্যারিতে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন বিমান বাহিনীতে তার কর্মজীবন শুরু করেছিলেন যেখানে তিনি ফাইটার পাইলট, টেস্ট পাইলট হিসাবে আকাশে উড়াল দেন। ওয়েস্ট পয়েন্টে থার্মোডাইনামিক্সের সহকারী অধ্যাপক হয়েছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর