ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কৃত্রিম বুদ্ধিমত্তা ডায়াবেটিসের যত্নে বৈপ্লবিক পরিবর্তন আনে, জীবনযাত্রার মান বাড়ায়
অনলাইন ডেস্ক

ইনসুলিন প্রয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং রক্তে শর্করার ক্রমাগত পর্যবেক্ষণ ডায়াবেটিসের চিকিত্সায় দ্রুত এবং উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। তুরস্কের একজন চিকিৎসক এই তথ্য জানিয়েছেন।

শৈশবে টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খেতে সক্ষম হওয়ার জন্য সারা জীবন বাহ্যিকভাবে ইনসুলিন গ্রহণ করতে হয়। ইনসুলিন দিনে কমপক্ষে চারবার পরিচালনা করা প্রয়োজন এবং ডায়াবেটিসের মনোযোগ-চাহিদা ব্যবস্থাপনা জীবনকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে।

কোকেলি ইউনিভার্সিটি র মেডিসিন অনুষদের পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি অ্যান্ড ডায়াবেটিস বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর ফিলিজ মাইন সিজমেসিওগ্লু জোন্সের মতে, অগ্ন্যাশয়ের অনুকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম প্রবর্তনের সাথে সাথে এমন দিন শুরু হয়েছে যখন রোগীদের তাদের ডায়াবেটিস সম্পর্কে ভাবতে হবে না। এআই-সমর্থিত সেন্সর এবং পাম্পগুলি ক্রমাগত রোগীদের রক্তে শর্করার নিরীক্ষণ করে, স্বয়ংক্রিয়ভাবে ইনসুলিন ডোজ সামঞ্জস্য করে এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নত করে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর