ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাজ্যে সাগর বা নদীর পানিতে থাকার পর অসুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে
অনলাইন ডেস্ক

সাগর বা নদীর পানিতে থাকার পর অসুস্থ হয়ে পড়েছেন এমন লোকজনের সংখ্যা গত এক বছরে দ্বিগুণেরও বেশি হয়েছে। ভুক্তভোগীরা একটি প্রচারণা দলকে এই তথ্য জানিয়েছেন। 

সার্ফারস অ্যাগেইনস্ট সুয়ারেজের (এসএএস) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের পানিতে প্রবেশের পর ১,৯২৪ জন ‘অসুস্থতা’র কথা জানিয়েছেন।

ওয়াটার কোয়ালিটি রিপোর্টে আরও দেখা গেছে, ২০২৩ সালের স্নানের মরসুমে ইংল্যান্ডে ৩০১,০৯১টি  নিষ্কাশন ছিল।

সরকারের একজন মন্ত্রী স্বীকার করেছেন যে পরিস্থিতি ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’।

এসএএস-এর ক্যাম্পেইন ম্যানেজার ইজি রস বলেন, পরিস্থিতি আগের মতোই খারাপ। আমরা যা দেখছি তা বিধ্বংসী। তিনি বলেন, ইংল্যান্ডে আমরা দেখেছি, যেসব নদীর ওপর আমরা নাগরিক বিজ্ঞান পরীক্ষা করেছি, তার ৬০ শতাংশই ন্যূনতম নিরাপত্তা প্রয়োজনীয়তা পূরণ করে না। পরিবেশ সংস্থার পদ্ধতিতে তারা আসলে দরিদ্র হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে। সূত্র: বিবিসি



এই পাতার আরো খবর