ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোতলজাত পানিতেও হাজার হাজার ন্যানোপ্লাস্টিক!
অনলাইন ডেস্ক

মনের সুখে চরম নিরাপদ ভেবে বোতলজাত পানি পান করছেন আজকাল অনেকেই। তবে সেখানেও আছে বিপদ। বিজ্ঞানীরা দিয়েছেন কপাল কুঁচকে যাওয়ার মতো তথ্য।

বিজ্ঞানীদের দাবি, প্রতি লিটার বোতলজাত পানির সাথে হাজার হাজার মাইক্রোস্কোপিক প্লাস্টিকের টুকরো গিলে ফেলছে মানুষ। আর নতুন গবেষণা বলছে, পূর্বের ধারণার চেয়েও এই পরিমাণ আরো বেশি।

আগে ধারণা করা হত, একজন ব্যক্তি গড়ে প্রতি সপ্তাহে একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ মাইক্রোস্কোপিক প্লাস্টিক কণা কোনো না কোনো ভাবে গ্রহণ করেন। 

সাধারণত ৫ মিলিমিটার (০.২ ইঞ্চি) থেকে ছোট প্লাস্টিকই মাইক্রোপ্লাস্টিক। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত নতুন গবেষণায় থেকে জানা যায়, বোতলজাত পানিতে থাকা প্রায় দুই লাখ ৪০ হাজার কণা পাওয়া গেছে। 

নতুন এ গবেষণায় পিইটি (পলিথিলিন টেরেফথ্যালেট) এর টুকরো পাওয়া গেছে, যা দিয়ে বেশিরভাগ প্লাস্টিকের পানির বোতল তৈরি হয়। এছাড়া পানির ফিল্টারে পাওয়া গেছে পলিমাইডের উপস্থিতি। গবেষকদের ধারণা, এর অর্থ প্লাস্টিক, বোতল এবং পরিস্রাবণ প্রক্রিয়া উভয় থেকেই পানিতে প্রবেশ করছে।

গবেষণার নমুনায় পাওয়া প্লাস্টিকের কণাগুলোর মধ্যে ৯০ শতাংশ ছিল ন্যানোপ্লাস্টিকস এবং মাত্র ১০ শতাংশ ছিল মাইক্রোপ্লাস্টিক। যা পূর্ববর্তী ধারণার চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি। এই ন্যানোপ্লাস্টিক যথেষ্ট ছোট; যা কোনও ব্যক্তির রক্ত, লিভার এবং মস্তিষ্কে সহজে প্রবেশ করতে পারে। 

তবে ন্যানো ও মাইক্রোপ্লাস্টিক মানুষের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা বিপজ্জনক তা গবেষকরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি পর্যালোচনায় বলেছে যে, পানির মাধ্যমে প্রবেশ করা মাইক্রোপ্লাস্টিকের মানব স্বাস্থ্যে প্রভাব রাখার এখনও দৃঢ় কোনো প্রমাণ নেই। এ জন্য আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর