ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মঙ্গলের পৃষ্ঠে অদ্ভুত বহুভুজ কাঠামোর সন্ধান
অনলাইন ডেস্ক

চীন মঙ্গল গ্রহে একটি মহাকাশ যান পাঠায়। এটি লাল গ্রহের পৃষ্ঠের নীচে চাপা পড়া অদ্ভুত বহুভুজ কাঠামোর সন্ধান পেয়েছে।

আইএফএল সায়েন্সের মতে, ঝুরং মিশনটি মঙ্গলের অন্যতম বৃহত্তম প্রভাব অববাহিকা ইউটোপিয়া প্লানিশিয়ায় অবতরণ করে। এই অঞ্চলটি প্রথম ১৯৭৬ সালে ভাইকিং ২ পরিদর্শন করেছিল। তবে সর্বশেষ আবিষ্কারটি বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে আগ্রহ তৈরি করছে।

যদিও ঝুরং মিশন গত বছর এই তথ্য পাঠিয়েছিল। তবে এর বিশ্লেষণের ফলাফলগুলি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং গ্রহের গঠনে নতুন অন্তর্দৃষ্টি উপস্থাপন করেছে।

ঝুরং মিশনটি চীনের তিয়ানওয়েন-১ মঙ্গল অনুসন্ধান মিশনের অংশ ছিল এবং ২০২১ সালের মে মাসে লাল গ্রহের পৃষ্ঠে অবতরণ করে। যদিও এটি ৯০ মার্টিয়ান দিন (৯৩ পৃথিবী দিন) ডিজাইন করা হয়েছিল, মিশনটি ২০২২ সালের মে মাসে হাইবারনেশনে যাওয়ার আগে ৩৫৬.৫ পৃথিবী দিন সক্রিয় ছিল।

ঝুরংয়ের ভূমি অনুপ্রবেশকারী রাডার ব্যবহার করে ভূগর্ভস্থ ৩৫ মিটার (১১৫ ফুট) বহুভুজ কাঠামোগুলি আবিষ্কার করা হয়েছিল। সূত্র: এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর