ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রশান্ত মহাসাগরে সুপারস্ট্রাকচার আবিষ্কার বিজ্ঞানীদের
অনলাইন ডেস্ক

প্রশান্ত মহাসাগরে ডাইনোসর যুগ থেকে বেড়ে ওঠা ‘সুপারস্ট্রাকচার’ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। সমীক্ষা অনুসারে, মালভূমিটি প্রথম ১২০ মিলিয়ন বছর আগে গঠিত হতে শুরু করে।

খবর অনুসারে, ডাইনোসরের যুগ থেকে বেড়ে ওঠা প্রশান্ত মহাসাগরে পানির নিচের একটি ‘সুপারস্ট্রাকচার’-এর রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীদের একটি দল।

আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটারস জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, মেলানেশিয়ান সীমান্ত মালভূমি নামে পরিচিত মালভূমিটি সলোমন দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের চেয়ে বড় অঞ্চল জুড়ে রয়েছে।

গবেষকরা মেলানেশিয়ান সীমান্ত মালভূমির ইতিহাস ও কাঠামো পুনর্গঠনের জন্য ভূমিকম্পের তথ্য, শিলা নমুনা, ভূ-রাসায়নিক বিশ্লেষণ এবং কম্পিউটার মডেলের সংমিশ্রণ ব্যবহার করেন।

সমীক্ষা অনুসারে, ক্রিটেসিয়াস পিরিয়ডে (১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে) ঘটে যাওয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে মালভূমিটি গঠিত হতে শুরু করে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর