ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আফ্রিকায় ম্যালেরিয়ার প্রথম টিকা চালু
অনলাইন ডেস্ক

ক্যামেরুন সোমবার ম্যালেরিয়ার জন্য একটি শিশু টিকাদান কর্মসূচি চালু করেছে। এটা এই রোগের জন্য বিশ্বের প্রথম ভ্যাকসিন।

গত বছরের শেষের দিকে মধ্য আফ্রিকার দেশটি এই মহাদেশে প্রথম ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক জিএসকে উৎপাদিত মসকুইরিক্সের ডোজ গ্রহণ করে।

কর্মকর্তারা এই প্রচারাভিযানটিকে মহাদেশে মশাবাহিত অসুস্থতা মোকাবিলায় কয়েক দশক ধরে প্রচেষ্টার একটি মাইলফলক হিসাবে বর্ণনা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) বলেছে, বিশ্বের ৯৬% ম্যালেরিয়ায় মৃত্যুর জন্য দায়ী।

গ্লোবাল হেলথ এজেন্সির মতে, ক্যামেরুন প্রতি বছর ৬০ লাখেরও বেশি ম্যালেরিয়া কেস রেকর্ড করে। এই রোগে কেবল ২০২১ সালেই আনুমানিক ১৩ হাজার ৮৩৯ জন মারা গেছে, যাদের বেশিরভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু ছিল।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনের (জিএভিআই) প্রধান প্রোগ্রাম অফিসার অরেলিয়া এনগুয়েন বলেন, টিকা জীবন বাঁচাবে। এটি পরিবার এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় স্বস্তি দেবে। জিএভিআই ক্যামেরুনকে টিকা সুরক্ষিত করতে সহায়তা করছে। সূত্র: আরটি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর