ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভয়েজার ১ নিখোঁজ?
অনলাইন ডেস্ক

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১ নাকি গত তিন মাস ধরে কোনো তথ্যই পাঠাতে পারছে না। আর সে কারণেই চিন্তায় পড়ে গেছে নাসার বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে ১ হাজার ৫০০ কোটি মাইল দূরে নাসার এই মহাকাশযানটি অবস্থান করছিল। সংস্থাটির দাবি, কারিগরি ত্রুটির কারণেই পৃথিবী থেকেও কোনোভাবে মহাকাশযানটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 

নিয়ন্ত্রণ হারানোর কারণেই উদ্বেগের সময় পার করছে নাসা। কারিগরি ত্রুটি সারিয়ে শেষ পর্যন্ত ভয়েজারের সাথে যোগাযোগ করা যাবে কিনা সে নিয়ে আছে বেশ যদি কিন্তুর হিসেব ও শঙ্কা। 

লাইভ সায়েন্স-এর তথ্য মতে, ২০২৩ সালের ১৪ নভেম্বর থেকে ভয়েজার-১ কোনো তথ্য পাঠাতে পারছে না। তবে আশার কথা হল, এখনো পৃথিবী থেকে সংকেত গ্রহণ করছে ভয়েজার। সেই সাথে সৌরজগতের প্রান্ত ছাড়িয়ে আন্তনাক্ষত্রিক স্থানের মধ্য দিয়ে ক্রমাগত ছুটছে মহাকাশযানটি। 

ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড জানিয়েছেন, মহাকাশযানটির সাথে আবারও যোগাযোগ করা গেলে সেটা হবে সবচেয়ে অলৌকিক ঘটনা। প্রতি সেকেন্ডে সাড়ে ১০ মাইল গতিতে ছুটে চলছে মহাকাশযানটি।

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ভয়েজার ১ পাঠানো হয় মহাকাশে। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর