ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মানব মস্তিষ্কে ৫৭ হাজার কোষ এবং ১৫০ মিটার নিউরাল সংযোগ খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা
অনলাইন ডেস্ক

বিজ্ঞানীরা মানব মস্তিষ্কের একটি অংশের জন্য একটি তারের ডায়াগ্রাম পুনর্গঠন (রিকন্সট্রাকশন) করেছেন। মানব মস্তিষ্কের ক্ষুদ্র নমুনায় ৫৭,০০০ কোষ এবং ১৫০ মিটার নিউরাল সংযোগ খুঁজে পেয়েছেন তারা।

মস্তিষ্ককে অনেকে পরিচিত মহাবিশ্বের সবচেয়ে পরিশীলিত বস্তু হিসাবে  বিবেচনা করে। বিজ্ঞানীদের এই অনুসন্ধান মস্তিষ্কের ব্যাপক জটিলতাকেই প্রকাশ করে।

হার্ভার্ডের গবেষকরা গুগলের মেশিন লার্নিংয়ের বিশেষজ্ঞদের সাথে মিলে নিউরাল সার্কিটরি, সংযোগ, সহায়ক কোষ এবং স্বাস্থ্যকর টিস্যুতে রক্ত সরবরাহের মানচিত্র তৈরি করেছেন। এটা মৃগী রোগের জন্য অস্ত্রোপচার করা ৪৫ বছর বয়সী এক মহিলার কর্টেক্স থেকে সরানো হয়েছিল।

গবেষকরা বলেছেন, মস্তিষ্কের ক্লাম্পটিই কেবল এক ঘন মিলিমিটার টিস্যুর সমান ছিল। নমুনায় পাঁচ হাজারেরও বেশি টুকরোর ইলেক্ট্রন মাইক্রোস্কোপ চিত্রে ৫৭,০০০ পৃথক কোষ, ১৫০ মিটার নিউরাল সংযোগ এবং ২৩ সেন্টিমিটার রক্তনালী পাওয়া গেছে। সূত্র : গার্ডিয়ান

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর