ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্পেসওয়াকে নতুন রেকর্ড চীনা নভোচারীদের
অনলাইন ডেস্ক

স্পেসওয়াকে নিজেদের নতুন রেকর্ড গড়েছেন চীনের দুই নভোচারী জিং হাইপেং ও ঝু ইয়াংঝু। চীনা মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে কাজ করার সময় তারা নিজেদের দেশের হয়ে সবচেয়ে বেশি সময়ের মহাকাশে হাঁটার এই রেকর্ড করেন।

চীনের মহাকাশ স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে ২১৭ থেকে ২৮০ মাইল ওপরে অবস্থিত। এটির প্রতিরক্ষা বাড়ানোর জন্য প্রায় ৯ ঘণ্টা ধরে (৮ ঘণ্টা ৫০ মিনিট) মহাকাশে হাঁটেন চীনা নভোচারীরা।

নভোচারীরা গত মঙ্গলবার মহাকাশযানের বাইরে এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নেন। মহাকাশযানে অতিরিক্ত সরঞ্জাম যুক্ত করে স্টেশনটির কক্ষপথের বর্জ্যের প্রভাব সহ্য করার ক্ষমতা বাড়াতে কাজ করেন তারা। 

২০০৮ সালে চীন প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান শুরু করে। চীনা নভোচারীরা এ পর্যন্ত ১৬ বার স্পেসওয়াক করেছেন। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসেবে সবচেয়ে বেশি সময়ের স্পেসওয়াকের রেকর্ড মার্কিন নভোচারী জেমস ভস ও সুজান হেলমসের। তাঁরা ২০০১ সালের ১২ মার্চ টানা ৮ ঘণ্টা ৫৬ মিনিট মহাকাশে হাঁটেন। আবার সবচেয়ে কম সময় মহাকাশে হাঁটার রেকর্ডের মালিকও জেমস ভস। ২০০১ সালের জেমস ভস ও ইউরি উসাচেভ ১৯ মিনিট স্পেসওয়াক করেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর