ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলো : গবেষণা
অনলাইন ডেস্ক

ক্যাসকেডিয়া সাবডাকশন জোন (সিএসজেড) একটি প্রধান ভূতাত্ত্বিক ফল্টলাইন যা মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া থেকে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত প্রসারিত।

এক হাজার কিলোমিটার দীর্ঘ এই মেগা ফল্টটি জুয়ান ডি ফুকা এবং উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের মধ্যে সীমানা চিহ্নিত করে।

এটি ভূতাত্ত্বিকদের জন্য কেবল আগ্রহের বিষয় নয়; এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির সম্ভাব্য উৎস।

 একটি নতুন গবেষণা এটিকে আরও তীক্ষ্ণ ফোকাসে রেখেছে।

৭ জুন সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, সিএসজেডের আওতাভুক্ত অঞ্চলগুলো পৃথকভাবে ভেঙে যেতে পারে অথবা তারা সবাই একবারে একটি বিশাল ভূমিকম্প সৃষ্টি করতে পারে। তবে একেক জোনে ভূমিকম্পের প্রভাব একেক রকম হতে পারে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ হ্যারল্ড টোবিনকে উদ্ধৃত করে লাইভ সায়েন্স বলেন, এটি নিয়ে আরও অনেক অধ্যয়নের প্রয়োজন। তবে টাকোমা এবং সিয়াটলের মতো জায়গাগুলির জন্য এটি উদ্বেগজনক এবং বিপর্যয়কর মধ্যে পার্থক্য বোঝাতে পারে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর