ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় পর্বে নেপাল
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু গোল্ডকাপে ঢাকা পর্বে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে এ-গ্রুপ থেকে প্রথম দল হিসেবে পূর্ণ ৪ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় পর্বে উঠল নেপাল।

আজ বুধবার বেলা ৩টায় দিনের প্রথম ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অংশ নিয়েছে এ দুই দল। খেলার প্রথমার্ধে ৪ মিনিটে গোল করে এগিয়ে যায় নেপাল। দলের পক্ষে গোলটি করেন ২৫ নম্বর জার্সি পরা বিমল। এই গোলই শেষ পর্যন্ত জয়ের একমাত্র ধারক হয় নেপালের জন্যে।

খেলার শুরু থেকে দুই দলই এদিন দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। খেলার পুরো সময় শ্রীলঙ্কা নেপালের আক্রমণভাগে খেলেছে ৪৪ শতাংশ, অপরদিকে নেপাল শ্রীলঙ্কার আক্রমণভাগে খেলেছে ৮৬ শতাংশ। গোলের মুখে একদিকে যেমন আক্রমণে ছিলেন বিমলরা, অন্যদিকে শ্রীলঙ্কার আশিকুর রহমান আর চামিরারাও ছিলেন পাল্টাআক্রমণে। আক্রমণ-পাল্টাআক্রমণে কয়েকটি গোলের সুযোগ তৈরি হয়েছিল দুই দলের সামনে। কিন্তু শেষ পর্যন্ত খেলার ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত মিনিটি যোগ হলেও গোল করতে পারেনি কেউ। ফলাফল ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।

বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

 



এই পাতার আরো খবর