ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

অবশেষে শুক্রবার দ. আফ্রিকা যাচ্ছেন রুবেল
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

অবশেষে সব উৎকন্ঠার অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার অনুমতি পেলেন জাতীয় দলের তারকা পেস বোলার রুবেল হোসেন।

বৃহস্পতিবার খবর এল দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পেয়েছেন রুবেল হোসেন। বিসিবি সূত্র জানিয়েছে, শুক্রবার সকালেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে অংশ নিতে উড়াল দিচ্ছেন রুবেল।

সমস্যার সমাধান হওয়ায় খুশি পেসার রুবেলও। তিনি গণমাধ্যমকে জানান, ওদের ছাড়পত্র পেয়েছি। এখন টিকিট পাওয়ার অপেক্ষায়।

প্রসঙ্গত, রুবেল হোসেন নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকায় কালো তালিকাভুক্ত ছিলেন। আর তার জেরেই আটকে গিয়েছিল পেসার রুবেলের দক্ষিণ আফ্রিকা সফর।  

এর আগে, ১৬ সেপ্টেম্বর মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ-মোস্তাফিজুর রহমানদের সঙ্গে রুবেলও হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন ঢাকা ত্যাগের উদ্দেশে। কিন্তু দলের সবাই ঢাকা ছাড়লেও বিমানবন্দর থেকেই ফিরে আসতে হয় এই পেসারকে। ভিসা জটিলতা ও এনওসি না পাওয়াতেই এমন ঝামেলা পোহাতে হয় রুবেলকে।

বিডিপ্রিতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান



এই পাতার আরো খবর