২০১৮ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৪ নভেম্বর সেন্ট পিটাসবার্গে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
ফেডারেশন আরও জানিয়েছে, রাশিয়ার আগে ১১ নভেম্বর মালাগায় কোস্টা রিকার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে অংশ নিবে স্প্যানিশরা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে রাশিয়া ও স্পেন উভয় দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। তবে কোস্ট রিকা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল।
২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন এবার ইউরোপীয়ান বাছাইপর্বে ইতালিকে পিছনে ফেলে গ্রুপ-জি থেকে শীর্ষ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আগামী ১৪ নভেম্বর সেন্ট পিটার্সবার্গে ক্রেতোভোস্কি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়র বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্পেন। এই স্টেডিয়ামেই আগামী বছর বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। নতুন কোচ জুলেন লোপেতেগুইয়ের অধীনে স্পেন গত ১৪ ম্যাচে অপরাজিত আছে।
কোস্টা রিকাও কনকাকাফ অঞ্চলের মেক্সিকোর পরে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম