ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আজ টাইগারদের সামনে শ্রীলঙ্কা। যারা কিনা হেরেছে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে। তারপরও ম্যাচটির দিকে সকলের বাড়তি নজর থাকবে দলটির কোচ বাংলাদেশের বিদায়ী কোচ চন্দ্রিকা হাথুরুসিংহ বলে। টাইগারদের মতো জয়ের কোনো বিকল্প ভাবছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষেরাও। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তারপরও একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আর সেটা হলে স্পিনার সানজামুল ইসলামের জায়গায় আজকের ম্যাচে দেখা যেতে পারে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে কিংবা মোহাম্মদ সাইফউদ্দিনকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ১. তামিম ইকবাল ২. এনামুল হক বিজয় ৩. সাকিব আল হাসান ৪. মুশফিকুর রহিম ৫. মাহমুদুল্লাহ রিয়াদ ৬. নাসির হোসেন ৭. সাব্বির রহমান ৮. মোহাম্মদ সাইফউদ্দিন/মেহেদি হাসান মিরাজ ৯. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ১০. রুবেল হোসেন ১১. মুস্তাফিজুর রহমান।

বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর