ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

আইপিএল নিলামে কে কোন দলে
অনলাইন ডেস্ক

বিশ্বের অন্য সব ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বৃহস্পতিবার শুরু হয়েছে প্রথমবারের নিলাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিলাম চলছে।

এখন চূড়ান্ত ৩৩২ ক্রিকেটারের মধ্যে দল পাবেন কতজন ক্রিকেটার? এরমধ্যে ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি কোটায় আর তিন জনকে রাখা হয়েছে আইসিসির সহযোগী দেশগুলোর। সর্বাধিক ৪২ কোটি ৭০ লাখ টাকা রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। প্রীতি জিনতার দলের হয়ে অকশন টেবিলে বসবেন কোচ অনিল কুম্বলে। দ্বিতীয় সর্বাধিক ৩৫ কোটি ৬৫ লাখ টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে। 

দলগুলো নিজেদের শক্তি বাড়াতে স্কোয়াডে যোগ করছে তারকা সব ক্রিকেটারদের।

কে কোন দল পেলেন:

কলকাতা নাইট রাইডার্স: ইয়ন মরগান (৫ কোটি ২৫ লাখ) রাজস্থান রয়েলস: রবিন উথাপ্পা (৩ কোটি) মুম্বাই ইন্ডিয়ান্স: ক্রিস লিন (২ কোটি) দিল্লি ক্যাপিটালম: জ্যাসন রয় (১ কোটি ৫০ লাখ) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ)

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর