ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জিতেও সেমির দেখা পেল না পর্তুগাল
অনলাইন ডেস্ক

ক্রোয়েশিয়াকে ৩-২ গোলে হারিয়েও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারলো না পর্তুগাল। তবে পয়েন্টে এগিয়ে থেকে ‘এ’ লিগ খেলতে পারবে রোনালদোর দল। খবর দ্য স্টারের।

মঙ্গলবার রাতে নেশন্স লিগে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচ ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। জোড়া গোল করেন রুবেন দিয়াস। অপর গোলটি করেন জোয়াও ফেলিক্স। আর ক্রোয়েশিয়ার গোল দুটি করেন মাতেও কোভাচিচ।

প্রতিপক্ষের মাঠে সুযোগ তৈরি করায় এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু ম্যাচের ২৯ মিনিটে লিড পায় ক্রোয়েশিয়া। গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল থেকে স্কোর করেন কোভাসিচ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ৫২ মিনিটে রুবেন সেমেদোর পাস থেকে খেলায় সমতা আনেন দিয়াস।

৬০ মিনিটে পর্তুগালকে প্রথমবারের মতো এগিয়ে নেন জোয়াও ফেলিক্স। ২-১ গোলের লিড নিয়েও অবশ্য স্বস্তিতে ছিল না রোনালদোরা। ৬ মিনিট বাদেই ম্যাচে কোভাসিচের দ্বিতীয় গোলে স্কোর দাঁড়ায় ২-২।

তবে পর্তুগিজদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ৯০ মিনিটে গোলরক্ষকের ভুলে দিয়াজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর