ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউরোতেও পাঁচ খেলোয়াড় বদলের আইন
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

আসন্ন ইউরো ২০২০-এ পাঁচজন খেলোয়াড় বদলির আইন প্রযোজ্য হবে বলে ঘোষণা দিয়েছে উয়েফা। আগামী অক্টোবরে নেশনস লিগের ফাইনাল ও আগামী বছর মার্চে রেলিগেশন প্লে-আউটসেও এই আইন প্রযোজ্য হবে।

এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এসব জানিয়েছে।

এর আগে পাঁচ খেলোয়াড় বদলির আইন বিশ্বকাপ বাছাইপর্বে প্রয়োগ করা হয়েছে যা, ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত চলবে। এখন এই আইন ইউরো টুর্নামেন্টেও প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। করোনা মহামারির কারণে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঁচজন খেলোয়াড় বদলির আইন এখনো পর্যন্ত বহাল রয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর