ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার পেরেজের 'হুঙ্কার', বিপাকে ৯ ক্লাব!
অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বে হঠাৎ করেই তোলপাড় শুরু করে দেয় ইউরোপীয়ান সুপার লিগ। তবে মাত্র এক সপ্তাহের মধ্যেই মুখ থুবড়ে পরার পথে নতুন এই টুর্নামেন্টটি। ইতিমধ্যে ১২টির মধ্যে ৯টি দলই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে সুপার লিগের অন্যতম উদ্যোক্তা ও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ১২টি ক্লাবের সঙ্গে বাধ্যতামূলক চুক্তি রয়েছে এবং তারা কোনোভাবেই নাম প্রত্যাহার করতে পারে না। 

এক সাক্ষাৎকারে ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, বাধ্যতামূলক চুক্তি কী তা বোঝানোর দরকার আছে বলে প্রয়োজন মনে করি না। তবে ক্লাবগুলো কোনোভাবেই নাম প্রত্যাহার করতে পারে না। অবশ্য কিছু ক্লাব চাপে পরেই নাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই প্রকল্প সামনে এগিয়ে যাবে এবং আশা করি তা খুব শিগগিরই।

যে নয়টি ক্লাব টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার নিয়েছে সেগুলো হলো আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং ইন্টার মিলান।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর