ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বায়ার্নের কোচ হচ্ছেন নাগেলসম্যান
অনলাইন ডেস্ক

বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জুলিয়ান নাগেলসম্যান। চলমান বুন্দেসলিগা মৌসুম শেষেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বর্তমানে আরবি লাইপজিগের বসের কাজ করা এই কোচের বিষয়ে নিশ্চিত করেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন।

এর আগে গত সপ্তাহে বায়ার্ন কোচ হ্যান্স ফ্লিক জানিয়ে দিয়েছেন ক্লাব ছাড়তে চান তিনি।

৩৩ বছর বয়সী নাগেলসম্যান ইউরোপের কোচদের মধ্যে অন্যতম একজন। তিনি গত মৌসুমে লাইপজিগকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়েছিলেন।

জার্মান এই তারকা আগামী ১ জুলাই বায়ার্নেল কোচের দায়িত্ব নেবেন।

এর আগে সবচেয়ে তরুণ কোচ হিসেবে বুন্দেসলিগায় নাম লিখিয়েছিলেন নাগেসম্যান। ২০১৬ সালে যেবার তিনি মাত্র ২৮ বছর বয়সে হোফেনহেইমের দায়িত্ব নিয়েছিলেন।

পরবর্তীতে ২০১৯ সালে লাইপজিগে যোগ দিয়ে দলকে লিগে তিন নাম্বার করান এবং নিজের প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের শেষ চারে নিয়ে যান।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর