ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মানসিকতা পাল্টানো উচিত: ডমিঙ্গো
অনলাইন ডেস্ক

পাল্লেকেলের ক্যান্ডিতে প্রথম টেস্টের ড্রকে বাংলাদেশ সাফল্য বলেই বিবেচনা করছে। কিন্তু এমন মানসিকতা হতাশ করছে কোচ রাসেল ডমিঙ্গোকে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগের দিনের সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকান কোচ বললেন, ‘হতাশ লাগে যখন একটি ড্র টেস্টকে বিশাল সাফল্য হিসেবে দেখা হয়। আমি এখানে ড্র টেস্টের জন্য আসিনি। আমরা টেস্ট হারতে চাই না, কিন্তু আমাদের মানসিকতা পাল্টানো উচিত। আমাদেরকে জেতার জন্য খেলতে হবে, ড্র করে খুশি হওয়া যাবে না। এই দলের সঙ্গে আমি ছয়টি বা সাতটি টেস্টে আছি, আমি মনে করি আমাদের দল ও সংস্কৃতি সম্পর্কে বুঝেছি। কোথায় উন্নতির দরকার তা বুঝতে পারছি, বিশেষ করে টেস্টের মানসিকতা। এখনও অনেক দূর যেতে হবে। টেস্টে হারার ভয় আছে, সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমরা না হারার জন্য খেলছি।’

শেষ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করতে চান ডমিঙ্গো। দলকেও সেই তাগাদা দিলেন তিনি, ‘আমরা এই সিরিজ জেতার চেষ্টা করতে চাই। শ্রীলঙ্কায় সিরিজ জেতা হবে বাংলাদেশের জন্য বিরাট অর্জন। বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতা আমাদের লক্ষ্য হওয়া উচিত। পাঁচ দিন ধরে আমাদের ভালো খেলতে হবে। শ্রীলঙ্কাকে হারানো কঠিন, বিশেষ করে তাদের মাঠে। আমাদের মনোযোগ থাকবে টেস্টে ভালো শুরু করা এবং প্রতি সেশন ধরে ধরে খেলা।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর