ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোলারদের জন্য ব্যাটিং কোচের সহানুভূতি
অনলাইন ডেস্ক

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৯০ রান। পুরো দিনে ৯০ ওভার বোলিং করে লাল সবুজের প্রতিনিধিরা নিতে পেরেছেন ১টি উইকেট। তাইতো ব্যাটিং কোচ জন লুইস সহানুভূতির চোখে দেখছেন বোলারদের। 

'এটা হতাশাজনক তবে বোলারদের জন্য আমার সহানুভূতি থাকছে। তাদের প্রচেষ্টায় কোন ঘাটতি ছিল না। কোন ধরণের বোলিংয়ের জন্যই এখানে সাহায্য ছিল না। আমরা ভাগ্যবান যে পাঁচ জন বোলার ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সিরিজে পাঁচ জন বোলার ব্যবহার করবো। এই কন্ডিশন দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল।' 

প্রথম দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই মন্তব্য করেছেন লুইস। সবচেয়ে বেশি বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ২২ ওভার বোলিং করে দিয়েছেন ৬৭ রান। এর পরে তাইজুল ইসলাম ১৯ ওভার। তিনি রান দিয়েছেন ৫৬টি। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর