ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিকল্প ভেন্যু আরব আমিরাত
অনলাইন ডেস্ক

ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, রেকর্ড হচ্ছে মৃত্যুর সংখ্যাতেও। সঙ্গত কারণেই বছরের শেষ দিকে ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে।

আইসিসিও জানিয়েছিল, প্রয়োজনে বিকল্প ভেন্যু ঠিক করা হবে। সম্প্রতি করোনার প্রকোপ বাড়ায় বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকেও। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশে সম্ভব না হলে আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজন করা হবে।

বিবিসিকে বিসিসিআইয়ের গেম ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ধিরাজ মালহোত্রা জানিয়েছেন, ভেন্যু নিয়ে তাদের বিকল্প ভাবনাও আছে। তিনি বলেন, ‘এটা (টি-২০ বিশ্বকাপ) হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। আমরা আশা করছি, বিসিসিআই এটা আয়োজন করবে। তাই আসরটি সেখানে নিয়ে গেলেও তা বিসিসিআইয়ের আয়োজনেই হবে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর