ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার এগিয়ে এলেন ধাওয়ান
অনলাইন ডেস্ক

করোনার তাণ্ডবে কঠিন সময় পার করছে ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থার মধ্যেও চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে কঠিন সময়েও আইপিএল থেকে করোনার বিরুদ্ধে লড়াই করার আর্থিক সহায়তা পাচ্ছে ভারত।

বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগে ক্রিকেটাররা অনুদান দিচ্ছেন। শচীন টেন্ডুলকার ইতোমধ্যে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন। এবার সাহায্যের হাত বাড়ালেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা শিখর ধাওয়ানও। অক্সিজেন কেনার জন্য 'মিশন অক্সিজেন ফান্ড'-এ ২০ লাখ রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া চলতি আইপিএলে যত ব্যক্তিগত পুরস্কার পাবেন সবকিছুই দেবেন ফান্ডে।

ধাওয়ান বলেন, 'দেশের মানুষের জন্য কিছু করার পালা আমার। নগদ ২০ লাখ টাকা অনুদান দিবো। পাশাপাশি এবারের আইপিএল থেকে পারফরম্যান্সের ভিত্তিতে যত আয় করব, সব অর্থ মিশন অক্সিজেন হেল্প ফান্ডে দান করব। আমি সম্মুখসারির সকল যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা আপনাদের কাছে আজীবন ঋণী।'

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর