ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পর্তুগালকে হারাতে আরও আক্রমণাত্মক খেলতে হবে: জার্মান কোচ
অনলাইন ডেস্ক

ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে জার্মানি। এবার তাদের প্রতিপক্ষ ছন্দে থাকা পর্তুগাল। কঠিন লড়াই জিততে করণীয়টা দলকে, বিশেষ করে আক্রমণভাগকে মনে করিয়ে দিয়েছেন ইওয়াখিম লুভ। পর্তুগালকে হারাতে হলে আক্রমণভাগকে অবশ্যই আরও বেশি ধারাল হতে হবে বলে মনে করেন জার্মানির কোচ। জার্মানির মিউনিখে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দুই দল। 

শুরুটা ভালো না হলেও দলের উপর আস্থা রাখছেন লুভ। আকাঙ্ক্ষা ও সংকল্পে কোনো কমতি দেখছেন না ৬১ বছর বয়সী এই কোচ।

“দলের আকাঙ্ক্ষা ও সংকল্প অটুট আছে। একারণে আমরা জানি, আমরা ঘুরে দাঁড়াতে পারি। যদি আমরা আক্রমণভাগে আরও ধারাল হতে পারি, তাহলে পর্তুগালকে হারাতে পারব।”

জয়ের দিকে তাকিয়ে আছে পর্তুগালও। মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস মনে করেন, জার্মানিকে হারাতে দল হিসেবে খেলতে হবে তাদের।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর