ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তামিমকে ছাড়িয়ে হাসানুজ্জামানের দ্রুততম সেঞ্চুরি
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হাসানুজ্জামান। আজ সোমবার বিকেএসপিতে ‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটে’ ৪৮ বলে  রেকর্ড গড়েন তিনি। এদিন বিকেএসপিতে অনুষ্ঠিত রেলিগেশন লিগের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হয় ওল্ড ডিওএইচএস ও পারটেক্স।  ৫২ বলে ১১টি চার আর ৭ ছক্কায় ১০৫ রান করে আউট হন হাসানুজ্জামান। 

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য পারভেজ হোসেন। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন পারভেজ। তার আগপর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ছিল তামিমের। ২০১৯ সালে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ৬১ বলে খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। সেখানে ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। 

এদিকে, শতক হাঁকিয়েও দলের পরাজয় রুখতে পারলেন না অধিনায়ক হাসানুজ্জামান। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোর গড়ে ২৩ রানের জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব।

  বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর