ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডাচ শিবিরে হতাশা, এবার চাকরি ছাড়লেন কোচ
অনলাইন ডেস্ক

ইউরো কাপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। এই হতাশার রেশ কাটতে না কাটতেই কোচের চাকরি থেকে ইস্তফা দিলেন ফ্রাঙ্ক ডি বোয়ার।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডাচ ফুটবল সংস্থা বলছে, ‘ফ্রাঙ্ক ডি বোয়ার জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।’ 

ডি বোয়ার ডাচদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছেন, ‘মূল্যায়ন শেষে জাতীয় কোচ হিসেবে আমি আর দায়িত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। উদ্দেশ্য অর্জিত হয়নি, এটা পরিষ্কার। ২০২০ সালে যখন আমি জাতীয় দলের কোচ হলাম, ভেবেছিলাম এটা সম্মানের ও চ্যালেঞ্জের। কিন্তু নিয়োগ পাওয়ার পর থেকে যে চাপ তৈরি হবে, সেটা অবগত ছিলাম। সেই চাপ কেবল বেড়েই চলেছে এখন এবং এটা আমার জন্য ভালো কোনও পরিস্থিতি নয়। এমনকি এই দলের জন্যও ভালো নয়, কারণ তারা বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার পথে।’

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ডি বোয়েরকে জাতীয় দলের দায়িত্ব দেয় রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২২ সালের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করে তারা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর