ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪ ওভার বল করলেই হাঁপিয়ে যায়! বিরক্ত কপিল দেব
অনলাইন ডেস্ক

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এই সময়ের বোলারদের নিয়ে খুশি নন । তাঁর মতে, মাত্র চার ওভার বল করেই হাঁপিয়ে যান এখনকার বোলাররা।

তাঁদের সময়ের সঙ্গে এখনকার সময়ের ক্রিকেটও যে বদলে গিয়েছে, সেটাও মেনে নিয়েছেন তিনি।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল দেব বলেন, “১০ মাস ধরে টানা ক্রিকেট খেললে চোট লাগা স্বাভাবিক। আর এখন ক্রিকেট মানে ব্যাটসম্যানরা ব্যাট করবে, আবার বোলাররাও ব্যাট করতে চাইবে। আমাদের সময় সব কিছু করতে হয়েছে। ক্রিকেট খেলাটাই বদলে গেছে। এখন দেখি চার ওভার বল করেই একজন বোলার হাঁপিয়ে গেছে। খারাপ লাগে দেখতে। শুনেছি ওদের নাকি তিন-চার ওভারের বেশি বল করতেই দেওয়া হয় না।”

এখন একজন ক্রিকেটারের ওপর কতটা চাপ দেওয়া হবে, সেটা নিয়েও চিন্তা ভাবনা করা হয়। একজন বোলার বা ব্যাটসম্যানকে টানা খেলিয়ে যাওয়া হয় না।

কপিল বলেন, “জানি না ঠিক কি না, তবে আমাদের সময় অনুশীলনে শেষ যে ব্যাট করতে আসত, তাকেও ১০ ওভার বল করতাম। এমন মানসিকতাই থাকা উচিত। এতে পেশি শক্ত হয়। এখন বোধ হয় ওদের জন্য চার ওভারই যথেষ্ট। যুগ পাল্টে গেছে।”

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর