ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে মারামারি না করতে জামাল ভূঁইয়ার অনুরোধ
অনলাইন ডেস্ক

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। রবিবার সকালের কোপা আমেরিকার ফাইনালের আগে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট সহিংসতা নিয়ে রীতিমতো পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আর এরই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অনুরোধ জানিয়েছেন কোপা আমেরিকার ফাইনাল নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানোর। এক ফেসবুক পোস্টে তিনি জানান, 'বন্ধুরা দয়া করে একে অপরকে মারবেন না কারণ আপনার দল হেরে গেছে। একে অপরকে সম্মান প্রদর্শন করুন এবং বিজয়ীকে হয় ডিনার অথবা একটি আইসক্রিম কিনে দিতে পারেন।'

এদিকে, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামছে বাংলাদেশ সময় রবিবার সকাল ছয়টায়। এদিন জমজমাট লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। ইকুয়েডারকে হারিয়ে ফাইনালে উঠেছে নেইমারের ব্রাজিল। আর কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। 

বিডি প্রতিদিন/এ মজুমদার 



এই পাতার আরো খবর