ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টোকিও অলিম্পিকে
পদক সংখ্যায় সমানে সমান, স্বর্ণপদকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে চীন
অনলাইন ডেস্ক
টোকিও অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টে সোনা জেতার পর চীনের অ্যাথলেটদের উদযাপন
টোকিও অলিম্পিকে আজ মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র ও চীন, দুই দেশেরই পদক সংখ্যা ৬৮। তবে স্বর্ণপদক জয়ে এগিয়ে চীন। দেশটির স্বর্ণপদকের সংখ্যা ৩২ এবং যুক্তরাষ্ট্রের ২২। স্বাগতিক দেশ জাপান ১৮টি স্বর্ণপদকসহ মোট পদক জিতেছে ৩৪টি।   ১৪টি স্বর্ণপদক সহ মোট ৩৩টি পদক জিতেছে অস্ট্রেলিয়া। ১৩টি স্বর্ণপদকসহ মোট ৪১টি পদক জিতেছে গ্রেট ব্রিটেন। ১২টি স্বর্ণপদকসহ  মোট ৫০টি পদক জিতেছে রাশিয়া।    ৮টি স্বর্ণপদকসহ মোট ৩০টি পদক জিতেছে জার্মানি। ৬টি স্বর্ণপদকসহ মোট ২৪টি পদক জিতেছে ফ্রান্স। ৬টি স্বর্ণপদকসহ মোট ২০টি পদক জিতেছে নেদারল্যান্ড। ৬টি স্বর্ণপদক জিতেছে দক্ষিণ কোরিয়াও। তাদের মোট পদক সংখ্যা ১৯।     বিডি প্রতিদিন/ফারজানা


এই পাতার আরো খবর