ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক ভারতের
অনলাইন ডেস্ক

৪১ বছর পর অলিম্পিকে পদক জিতেছে ভারত। ১৯৮০ সালে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল ভারত। এবার টোকিও অলিম্পিকে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে তারা। প্রথম কোয়ার্টারে ০-১ গোলে পিছিয়ে পরলেও দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই গোল করেন ভারতের সিমরনজিৎ।

জার্মানি ফের লিড নিলেও দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরেন মনপ্রীতরা। দুই গোল শোধ করে ফিরে আসেন তারা। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ভারত। গোল করতে ভুল করেননি রূপিন্দর পাল সিং। ম্যাচে প্রথম বার এগিয়ে যায় ভারত। কিছুক্ষণের মধ্যেই সেই লিড বাড়িয়ে নেয় তারা। জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান মনপ্রীতরা।

চতুর্থ কোয়ার্টারে লড়াই সব চেয়ে কঠিন হয়ে ওঠে। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠে জার্মানি। গোলরক্ষককে বসিয়ে একজন বাড়তি ফিল্ড খেলোয়াড়কে নিয়ে এসেও চেষ্টা করে তারা। কিন্তু ভারতের রক্ষণ একের পর এক পেনাল্টি কর্নার আটকে দেয়। গোলের সামনে শ্রীজেশ যেন দেওয়াল তুলে দিয়েছেন। তবে শেষ মুহূর্তে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি জার্মানি। 

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর