ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

আত্মতৃপ্তিতে ভুগলেই সর্বনাশ: পাপন
অনলাইন ডেস্ক

মিরপুরের মন্থর উইকেটে বল লাটিমের মতো হয়তো ঘুরে না। কিন্তু বল ঘুরছে। উইকেটের আচরণকে পুরোপুরি কাজে লাগাচ্ছেন টাইগার স্পিনাররা। কাজে লাগাচ্ছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশের তিন স্পিনার সাকিব, নাসুম, মেহেদীরা ছাড়াও মুস্তাফিজ এবং শরীফুলরা এখন দুর্বিষহ হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। সফরকারীরা এখন পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলছে মিরপুরে। প্রথম দুটিতে সফরকারীদের কোণঠাসা করে জয় তুলে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মাহমুদুল্লাহর বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচ। সন্ধ্যা ৬টার ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের বিরল কীর্তি গড়বেন টাইগাররা। 

তবে কাজটা কি এতটা সহজ হবে? প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করলে কাজটা সহজ হওয়ারই কথা। কিন্তু দলটা যখন অস্ট্রেলিয়া, তখন ভয় তো থাকেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সতর্কবার্তা দিলেন, ‘সিরিজ কালই জিতব কি না বলা মুশকিল। অস্ট্রেলিয়া পেশাদার দল। ওরা শেষ পর্যন্ত লড়াই করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা যেভাবে খেলে আসছি এবং আমাদের সর্বোচ্চটা দিয়ে যদি খেলতে পারি, আমি মনে করি আমাদের সিরিজ না জেতার কোনো কারণ নেই।’

সিরিজ জয়ের আগে আত্মতৃপ্তিতে না ভোগার আহ্বান বোর্ডের সভাপতির। তিনি বললেন, ‘আমরা যদি কখনো মনে করি, দুইটি ম্যাচ জিতে গেছি, পরেরগুলোও জিতে যাব, তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে আর জেতা যাবে না। অস্ট্রেলিয়া সেরকম দল না। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

ব্যাটসম্যানদের থেকে আরও ধারাবাহিকতা চান বোর্ড প্রধান, ‘এই সিরিজে বোলিং এবং ফিল্ডিং অনেক ভালো হয়েছে। ব্যাটিং কিন্তু ভালো হয়নি। আশা করি সামনে ভালো হবে আরও। আমার যেটা ভালো লেগেছে যে, মাঠে নামলেই জিততে পারি এবং জেতার জন্য খেলব, এই বিশ্বাস থাকা অনেক গুরুত্বপূর্ণ। মাঝের একটি বছর একটু কেমন যেন হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর