ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এমবাপ্পেকে পেতে মরিয়া রিয়াল, ১৬০ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখান করলো পিএসজি
অনলাইন ডেস্ক
কিলিয়ান এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেনটিনো পেরেজ দীর্ঘদিন ধরে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে চাইছে। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়ার পর থেকেই পেরেজের নজর এমবাপ্পের দিকে। এমবাপ্পেকে পেতে পিএসজিকে এবার ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিএসজি।

আগামী গ্রীষ্মে এমবাপ্পের চুক্তি শেষ হবে। ২২ বছর বয়সী এ তারকা চুক্তি নবায়ন করবেন না তা সাফ জানিয়ে দিয়েছেন। তবে পিএসজি আশায় আছে, লিওনেল মেসির চুক্তিতে এমবাপ্পের মন গলতেও পারে। মাঠে নেমে যদি দুই তারকার রয়াসন জমে যায় তাহলে নিশ্চিতভাবেই এমবাপ্পে সিদ্ধান্ত পাল্টাবেন। তবে এসব নিয়ে দুই ক্লাবের কেউই মুখ খুলছে না।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, পিএসজি এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরো দাবি করছে। রিয়াল মাদ্রিদ এখনও তাদের ফিরতি কোনো প্রস্তাব দেয়নি। মৌসুমের ট্রান্সফার উইন্ডো শেষ হচ্ছে ৩১ আগস্ট। রিয়াল মাদ্রিদের বিশ্বাস এর আগেই পিএসজি তাদের সঙ্গে এমবাপ্পের চুক্তি পাকাপাকি করবে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর