ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আগুনের জবাব আগুন দিয়েই দিব: কিউই কোচ
অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে আজ বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদের দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাইবে। তবে সতর্ক নিউজিল্যান্ড শিবিরে। তাইতো চতুর্থ ম্যাচে আরও আগ্রাসী হয়ে খেলার কথা জানালেন অতিথি দলের কোচ গ্লেন পকন্যাল। হুংকার দিলেন, ‘আগুনের জবাব আগুন দিয়েই দিব।’

মিরপুরে গতকাল মঙ্গলবার অনুশীলনের ফাঁকে পকন্যাল বলেন, ‘নিজেদের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। শুধু আমাদের বিপক্ষেই নয়, সব দলের বিপক্ষে তাদের রেকর্ড দুর্দান্ত। ৭৬ রানে অলআউট হয়ে হারের পর তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাব আমরা আগুন দিয়েই দিব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

সিরিজ বাঁচিয়ে তা জয়ের সুযোগও তৈরি করেছে নিউজিল্যান্ড। এর আগে চতুর্থ ম্যাচে জিতে সিরিজে ২-২ সমতা ফেরাতে হবে। তৃতীয় ম্যাচ জিতে নতুন করে আত্মবিশ্বাস পেয়েছেন খেলোয়াড়রা। তবে আপাতত সমতা ফেরানোই একমাত্র লক্ষ্য তাদের। পঞ্চম ম্যাচ নিয়ে সময় এলে ভাবতে চান সফরকারী কোচ, ‘ছেলেরা দারুণ আত্মবিশ্বাসী। একটি জয় ভিন্ন আমেজ নিয়ে এসেছে। আমরা ২-২ করে ফেলতে পারি। সেই সুযোগটি এসেছে। পরে কী হবে সেটা পরে দেখা যাবে। ছেলেরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছে।’

দলের নিবেদন ও পরিশ্রমের প্রশংসা করে পকন্যাল যোগ করেন, ‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে, নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে। খেলাটা সেরা নিবেদন দিয়ে খেলতে চেয়েছে। কাজেই সব ঠিকভাবে প্রয়োগ করতে পারায় আমি গর্বিত। ছেলেরা প্রমাণ করেছে সবাই মিলে সবকিছু করলে যে কোনো কিছুই সম্ভব।'

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর