ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১৭ বছরের পথচলার ইতি টানলেন টেইলর
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার ১৭ বছর জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলেছেন।

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক।

ইন্সটাগ্রামে টেইলর তার অবসরের ঘোষণা দেন। তিনি এই পোস্টে লিখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আগামীকালের ম্যাচটি আমার প্রিয় দেশের হয়ে শেষ ম্যাচ হতে যাচ্ছে। হৃদয় থেকে বলছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি আজকের এ অবস্থানে আসার জন্য। গর্বের সঙ্গে ব্যাজটা পরতে শিখিয়েছে, মাঠে সবকিছু উজাড় করে দিতে শিখিয়েছে।’

উল্লেখ্য, অভিষেকের পর থেকে দ্যুতি ছড়িয়ে জিম্বাবুয়ের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগ পর্যন্ত টেইলর খেলেছেন ২০৪ ওয়ানডে। ৩৫.৭০ গড়ে করেছেন ৬৬৭৭ রান।

জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত এ সংস্করণে তার চেয়ে বেশি রান আছে শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের (৬৭৮৬)। শেষ ম্যাচে ফ্লাওয়ারকে ছাড়িয়ে যেতে টেলরের প্রয়োজন আরও ১১০ রান।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর