ঢাকা, শনিবার, ৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোনালদোকে সব ম্যাচে দেখা যাবে না: ম্যানইউ কোচ
অনলাইন ডেস্ক

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে রাজসিক প্রত্যাবর্তন ঘটেছে রোনালদোর। নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে রোনালদো করেছেন জোড়া গোল। জুভেন্টাস থেকে রোনালদো ফেরার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মনে দারুণ এক উন্মাদনা। তবে ভক্তদের একটা দুঃসংবাদই দিলেন ম্যানইউ কোচ।

সিআরসেভেনের খেলা হয়তো প্রতি ম্যাচেই দেখা হবে না ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের। রোনালদোর বয়স এখন ৩৬। এই বিষয়টি মাথায় রেখেই রোনালদোকে অনেক ম্যাচে বিশ্রাম দিবেন ম্যানইউ কোচ ওলে গানার শোলসার।

শোলসার বলেন, ‘রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সব ম্যাচই খেলবেন না। মৌসুম শুরুর আগে থেকেই সে খেলার মধ্যে আছে। তাই মাঝে মাঝে তাকে বিশ্রাম দেওয়া হবে। তবে তাকে খেলার বাইরে রাখা অসম্ভব। তাই তার সময়টাকে পরিকল্পনা মাফিক কাজে লাগাতে হবে।’

প্রিমিয়ার লিগের পর এবার ম্যানইউয়ের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে রোনালদোকে। মঙ্গলবার সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে ম্যাচ রয়েছে ম্যানইউয়ের।

সূত্র: গোলডটকম

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর