ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মর্গ্যান-অশ্বিন বিতর্ক, কেকেআর অধিনায়ককে খোঁচা শেবাগের
অনলাইন ডেস্ক

মর্গ্যান-অশ্বিন বিতর্ক থামছে না। এবার সেই নিয়ে কেকেআর অধিনায়ককে খোঁচা বীরেন্দ্র সেহবাগের। টুইটারে শেবাগ লেখেন, ২০১৯ সালের ১৪ জুলাই শেষ ওভারে ব্যাট করছিল বেন স্টোকস। ফিল্ডারের ছোঁড়া বল তার ব্যাটে লেগে চার হয়ে যায়। আমার মনে হয় সেই সময় হয়ত মর্গ্যান লর্ডসের বাইরে ধর্না দিচ্ছিলেন। কোথা থেকে উনি এসেছেন নীতি শেখাতে?

প্রসঙ্গত, ২০১৯ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে কিউয়ি ফিল্ডাররের ছোঁড়া বল স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে যায়। এই রান ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই ঘটনার উল্লেখ করেছেন শেবাগ। কেকেআর-দিল্লি ক্যাপিটলস ম্যাচে অশ্বিনের বিরুদ্ধে রান চুরির অভিযোগ করেছিলেন ইয়ন মর্গ্যান। 

ভারতীয় স্পিনারের আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন। বল ঋষভ পন্থের গায়ে লাগা সত্ত্বেও রান নেওয়ার চেষ্টা করেন অশ্বিন। তারপর তার ক্রিকেট নীতি নিয়ে প্রশ্ন করেন নাইট অধিনায়ক। যদিও অশ্বিন জানান, বল যে পন্থের গায়ে লেগেছিল সেটা তিনি দেখেননি। নাইট নেতাকে সমর্থন করেন জিমি নিশাম। তার দাবি, আশ্বিনের রান নেওয়ার চেষ্টা করা উচিত হয়নি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর