ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মালদ্বীপের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো করলেও নিজেদের তৃতীয় ম্যাচে এসে হোঁচট খায় বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে মালদ্বীপের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন হামজা মোহামেদ ও আলী আশফাক।

মালে ন্যাশনাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক খেলেছে। তবে গোল শূন্য থেকে যেতে হয় বিরতিতে। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপ।

বল দখলের লড়াইয়ে অনেক বেশি এগিয়ে থাকা মালদ্বীপ শেষ পর্যন্ত গোল পেয়ে যায় কর্নার থেকে। ম্যাচের ৫৫ মিনিটের সময় কর্নার থেকে আসা বল বাইসাইকেল শটে গোলে পরিণত করেন হামজা মোহাম্মদ। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালালেও সেটা ব্যবধান কমাতে পারেনি। উল্টো ৭৩ মিনিটে ডি বক্সে থাকা নাইজকে ফাউল করেন সোহেল রানা।

২৪ মিনিটে সফল স্পট কিকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন আলি আশফাক। বাকিটা সময়ে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেননি জামাল ভূঁইয়ারা। 

এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এসেছে মালদ্বীপ আর দুই নম্বরে থাকা বাংলাদেশ নেমে গেছে ৩ নম্বরে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর