ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাওয়ার হিটারের খোঁজে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
পাওয়ার হিটারের খোঁজে বাংলাদেশ। ফাইল ছবি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত বুধবার আবুধাবীর শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচ শেষে বাংলাদেশ দলপতি মাহমুদ উল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে অবশ্যই হতাশ। উইকেট ভালো ছিল। কিন্তু আমরা ভালোভাবে শুরু করতে পারিনি, কোনো পার্টনারশিপও গড়তে পারিনি। এসব উইকেটে ভালো শুরু না পেলে বড় রান করা কঠিন। আমাদের দলে পাওয়ার হিটারের চেয়ে স্কিলড হিটার বেশি।’

বাংলাদেশের বাকি আর মাত্র দুটি ম্যাচ। এই দুই ম্যাচে প্রতিপক্ষ সাউথ আাফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলেও বাকি দুই ম্যাচে ভালো করতে মরিয়া টাইগাররা।   

তাই পরিপূর্ণ টি-টোয়েন্টি দল হয়ে উঠতে সামনের দিনে ‘পাওয়ার হিটার’ খোঁজার কথা জানালেন বিশ্বকাপে দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার।

বিসিবির পাঠানো শনিবারের ভিডিও বার্তায় সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচক হাবিবুল জানান, ভবিষ্যতের ভাবনায় ব্যাটিং সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তাদের কাছে।

তিনি বলেন, ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে ভালো ব্যাটিং করেছিলাম, তাছাড়া বাকি ম্যাচগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারছি না। পারিনি আসলে। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছিও যেতে পারিনি।’

‘বিশেষ করে পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে, যদি আমরা টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো করতে চাই, বড় আসরে ভালো করতে চাই। তাই অবশ্যই ব্যাটিংয়ে আমাদের উন্নতি করতে হবে। আর নিচের দিকেও কিন্তু আমাদের পাওয়ার হিটার দরকার। অন্য দলগুলোতে এমন অনেকেই আছে, যারা ওভারে ১০ থেকে ১২ রান করে তুলতে পারে। এই জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে, এটা নিয়েও কাজ করতে হবে।’

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী মঙ্গলবার সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর