ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মানসিকভাবে চাঙ্গা আছেন লিটন
অনলাইন ডেস্ক

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে শুক্রবার মাঠে নামচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসছে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স, চলছে সমালোচনা। তবে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট যে পুরোপুরি আলাদা তা বারবার মনে করাচ্ছিলেন মুমিনুল হক। 

বাংলাদেশ অধিনায়কের সাফ কথা, ‘বিশ্বকাপে টি-টোয়েন্টি খেলা ছিল, আর এটা টেস্ট। পুরো ভিন্ন ফরম্যাট। তাই এটা (বিশ্বকাপের পারফরম্যান্স) নিয়ে আমি চিন্তা করছি না। টেস্ট আর টি-টোয়েন্টির ওপেনাররা পুরোপুরি ভিন্ন। আশা করি বুঝতে পেরেছেন।’

সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের পর লিটন দাসকে আবার দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতা কি ভুলতে পেরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান! টেস্ট অধিনায়ক অভয় দিয়ে জানালেন, বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে সামনে এগিয়েছেন লিটন। 

মুমিনুল বলেছেন, ‘টি-টোয়েন্টি আর টেস্টে অনেক পার্থক্য আছে। আপনি যদি বারবার টেস্ট ও টি-টোয়েন্টির প্রসঙ্গ নিয়ে আসেন আমার জন্য উত্তর দেওয়া কঠিন হবে। আমার কাছে মনে হয় ও নিজেই বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফিরে এসেছে। এক বছরে ওর টেস্ট ক্যারিয়ার দেখুন, ৪৫-৫০ এর মতো গড়। আমার মনে হয় না বিশ্বকাপের পারফরম্যান্স ওর ওপর কোনো প্রভাব ফেলবে। দলের সবাই ওকে সহযোগিতা করছে। মানসিকভাবে চাঙ্গা আছে।’

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই ছিলেন লিটন। এই ৭ টেস্টে ৪৪.০৯ গড়ে করেছেন ৪৮৫ রান, আছে ৫ ফিফটি। লোয়ার অর্ডারে নেমে ব্যাটিংয়ে কঠিন সময়ে তার অবদান দলের স্কোরবোর্ড পুঁজি করে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর