ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফের তাইজুলের আঘাত, ফিরলেন আবিদ
অনলাইন ডেস্ক
ছবি- রোহেত রাজীব।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। 

টস জিতে ব্যাটিং করতে নেমে বরাবরের মতো দুই ওপেনার আবিদ আলী-আবদুল্লাহ শফিক সাবলীলভাবে শুরু করেন। দুইজনে ৮ ওভারেই তুলে ফেলেন ৩০ রান। ১৫ ওভার পানি পানের বিরতি পর্যন্ত কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

এরপর বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে পরাস্ত আব্দুল্লাহ শফিক। ২৫ রানে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। প্রথম টেস্টের দুই ইনিংসেই শতরানের জুটি গড়েছিলেন দুই ওপেনার। এবার আর পারেননি। ৫৯ রানে ভেঙে যায় জুটি। ৫০ বলে দুটি চার ও ১টি ছয়ে ২৫ রান করেন শফিক।

পাকিস্তানের দলীয় রান যখন ৭০ ঠিক তখনই দলটির আরেক ওপেনার আবিদ আলীকেও বোল্ড করে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। প্রথম টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি ও আরেক ইনিংসে নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছিলেন। এবার হাফসেঞ্চুরির আগেই ৩৯ রানে তাকে আউট করেন তাইজুল। কাট করতে গেলে বল ব্যাটে লেগে আবিদের উইকেট ভেঙে দেয়। তাইজুলের ঘূর্ণিতে এবার বোল্ড আবিদ।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর