ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেষ ম্যাচে ম্যানসিটির হার
অনলাইন ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। দর্শকশূন্য মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে লাইপজিগ।

ঘরের মাঠ রেডবুল অ্যারেনায় ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় লাইপজিগ। এ সময় তাদের হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোজলাই গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধের শুরুতে তার করা গোলে ভর করে এগিয়ে থেকে বিরতিতে যায় লাইপজিগ। বিরতি থেকে ফিরে ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মান বুন্দেসলিগার দলটি। এ সময় আন্দ্রেয়া সিলভা গোল করেন। অবশ্য রিয়াদ মাহরেজ গোল করে ব্যবধান কমান। কিন্তু ৮২ মিনিটে ধাক্কা খায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। এ সময় সিলভাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সিটির কাইল ওয়াকার। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তাদের।

অবশ্য এরপর আর কোনো গোল হজম করেনি স্কাই ব্লুজরা। কিন্তু হারও এড়াতে পারেনি। ২-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব শেষ করে পেপ গার্দিওলার শিষ্যরা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর