ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এসব পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছি; ‘ক্ষুব্ধ’ জাভেদ মিঁয়াদাদ
অনলাইন ডেস্ক
জাভেদ মিঁয়াদাদ (ফাইল ছবি)

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে ভালো করার জন্য প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তিও করেছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।

এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রায় সব মহল থেকেই প্রশংসায় ভাসানো হয়েছে রমিজ ও তার বোর্ডকে। তবে এখন আবার উল্টোটাও দেখা যাচ্ছে। দেশটির কিংবদন্তি ব্যাটার জাভেদ মিঁয়াদাদ মনে করেন, পাকিস্তানে ড্রপ ইন পিচের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি ইমরান খানের সরকারকেও ধুয়ে দিয়েছেন তিনি।

করাচিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মিঁয়াদাদ বলেছেন, ‘পাকিস্তানে ড্রপ-ইন পিচের কোনো প্রয়োজন নেই। পাকিস্তানেই সব ধরনের পিচ বানানো যায়। আমরা এসব পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘খুব কম মানুষই জানে, অস্ট্রেলিয়ায় ড্রপ-ইন পিচের ধারণা সর্বপ্রথম সামনে এনেছিলেন কেরি প্যাকার। তার কুখ্যাত ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজের জন্য মাঠ সংকটের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর