ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কাকে দেখতে চান আজহারউদ্দিন
অনলাইন ডেস্ক
আজহারউদ্দিন।

বিরাট কোহলি টেস্ট নেতৃত্ব ছাড়ার পর এক সপ্তাহ কেটে গেছে। কিন্তু এখনও টেস্টে তার উত্তরসূরির নাম ঘোষণা করেনি বিসিসিআই। সাবেকদের একাংশ মনে করছে, রোহিত শর্মাই হতে চলেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক। অনেকে আবার ভোট দিচ্ছেন কেএল রাহুল বা ঋষভ পন্থকে। 

পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে কাকে পছন্দ ভারতের সাবেক ক্রিকেটার মোহম্মদ আজহারউদ্দিনের? লাল বলের ক্রিকেটে রোহিতকেই নেতা হিসেবে চাইছেন তিনি। টুইটারে একটি ওপেন সেশনে অংশ নেন তিনি। সেখানে তাকে ক্রিকেট নিয়ে প্রশ্ন করতে বলেছিলেন তিনি। 

একজন প্রশ্ন করেন, 'টেস্টে কি ঋষভ পন্থকে অধিনায়ক করা উচিত?' তার উত্তরে আজহার লেখেন, 'রোহিত শর্মা যদি নেতৃত্ব করতে না চান, তবেই ঋষভ পন্থের কথা ভাবা। উচিত।' 

আজহার আরও বলেন, 'আমার রোহিত শর্মা এবং কেএল রাহুল দুইজনকেই পছন্দ। এদের মধ্যে কাউকে বেছে নেওয়া উচিত। পন্থকে এখনই করা উচিত নয়। রোহিত এবং রাহুল দারুণ ক্রিকেটার। রোহিতের খেলা দেখতে ভাল লাগে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভাল অধিনায়কত্ব করেছে। আমার মতে নেতা হওয়ার দৌড়ে একনম্বরে রোহিতই আছি।' 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর