ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফটোসেশনে সাকিব আসেননি কেন, মিলছে দুই ধরনের বক্তব্য
অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোশনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস ও ফরচুন বরিশালের প্রতিনিধি নুরুল হাসান সোহান। সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগের দিন প্রথা অনুযায়ী ট্রফি নিয়ে ছবি তোলার কথা ছিল দুই অধিনায়কের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ২টা ৪৫ মিনিটে ছিল এই অফিশিয়াল ফটোসেশন। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করার কথা তাদের।

এজন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস এলেন। তবে এলেন না ফরচুন বরিশালের সাকিব আল হাসান। আধাঘণ্টা দেরিতে ইমরুলের সঙ্গে বরিশালের হয়ে এলেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

সাকিবের এই না আসা নিয়ে দলের পক্ষ থেকে মিলছে দুই ধরনের বক্তব্য। দলের ম্যানেজার সাব্বির খান সংবাদমাধ্যমকর্মীদের জানান, পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় আসতে পারেননি সাকিব আল হাসান। 

তবে ট্রফি নিয়ে ছবি তোলার পর সংবাদমাধ্যমে হাজির হয়ে নুরুল হাসান সোহান দেন ভিন্ন বক্তব্য। তিনি বলেন, ‌‘গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা অনুশীলন করেছি। আজ হয়ত জিম করছেন, সে কারণে হয়তবা আসতে পারেননি। তাই আমি এসেছি। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার।’

পেটের পীড়ার ব্যাপারে স্পষ্ট করতে পারেননি সোহান। তিনি বলেন, ‘আসলে এটা ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন দেখেছিলাম সকালে উনি জিম করছিলেন।’

আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মাঠে নামবে কুমিল্লা ও বরিশাল। সোহান জানান, এই ম্যাচ খেলার জন্য পুরো ফিট আছেন সাকিব আল হাসান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর